Wednesday, February 12, 2014

শক্তি



১ জানুয়ারি ২০১৪ 

৩) শক্তি 

হ্যাঁ, আমি যদি ভুল করেই থাকি
তাবলে এত পুলিশ দেবে রাস্তায়?
এভাবে কি কেউ বাড়ি ফেরেনি?

নতুন কথা নয়,
মৃত আলো বাল্ব গড়িয়ে গেলেই
কোনো স্টেশনে দাঁড়াবে না রেলগাড়ি।
এক চোখে তীর এসে লাগে পাখিটার
তাও রক্ত ঝরেনি বলে কাঁদতে পারে নি
কেউ জানত না, সিলেবাসে ছিল না।
এরকম ভাবে আবার মিথ্যে কথা
সপরিবারে ওরা দেবতার নাম করে
আবার মিথ্যে কথা, অনায়াসে দাবা খেলে
সময়ে সাথে, হেরে যায়
সেটাও বোঝে না। 

আমাকে এভাবেই ফিরতে হবে,
এত শিশুকান্না আর নরদেহ ঠেলে,
এমন শক্তি আমি পেয়েছিলাম শ্রবণে
তখন আমার ভ্রুণ ...
ঘুরছিল নিজের মেজাজে।

8 comments:

pushan said...

অসাধারণ প্রেক্ষাপট...আজন্মলালিত অনুযোগ। বেশ কয়েকটা লাইন মনে স্হায়ী দাগ কেটে যায়। ধন্যবাদ :)

সব্যসাচী সান্যাল said...

hochche to... daaruN hochche...

সব্যসাচী সান্যাল said...

তুই তোর গদ্যের লিঙ্ক-গুলো পোস্ট করতে পারিস তো ব্লগে ! একত্রে পেলে ভালো লাগবে ।

সব্য

Anupam Roy said...

@sabya da - good idea :)

Prytam Dass said...

osadharon!!

Sanchita said...

Amio Sabya r songe ekmot, please post koro .

Unknown said...

Osadharon....

Unknown said...

অদ্ভুত সুন্দর